লা লিগায় পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে আসার ম্যাচে এইবারের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।
পুরনো ছন্দটা খুঁজে পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ কথা এখন বলাই যায়। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ। লস ব্লাঙ্কোসদের জয়ের ধারা অব্যাহত সবখানেই। জয়ের পালে হাওয়া দেয়ার ম্যাচে এইবারের আতিথ্য নেবে মাদ্রিদিস্তানরা।
জিনেদিন জিদান মাঠে নামার আগে কি চিন্তা করতে পারেন। সেরা একাদশ সাজাবেন কাদের নিয়ে। কতটা বিপাকে পড়তে হবে তাকে। ইডেন হ্যাজার্ড, মারিয়ানো দিয়াজ, লুকা জভিক, মার্টিন ওডেগার্ড। এই চার তারকার মাঠে নামা নিয়ে রয়েছে সংশয়।
স্বস্তি ফিরছে মাঝ মাঠে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ক্যাসেমিরো। সাথে লুকা মাদ্রিচ আর ফেডেরিকো ভালভার্দের সংযুক্তি শক্তি বাড়াবে দলে। শুরুর একাদশে না হলেও, কার্মো অ্যাসেনসিও, রদ্রিগো গুয়েসকে দেখা যাবে মাঠে। তাছাড়া ভিনিসিয়া, বেনজেমা, ভাসজকোয়েজরা রয়েছেন দারুণ ছন্দে।
পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষের মাঠে ম্যাচ বলে কিছুটা চিন্তায় থাকতে হবে। এখন দেখার পালা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকার ধারা ধরে রাখতে পারে কিনা?
Sports News BD.
এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে রিয়াল
পুরনো ছন্দটা খুঁজে পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ কথা এখন বলাই যায়। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ। লস ব্লাঙ্কোসদের জয়ের ধারা অব্যাহত সবখানেই। জয়ের পালে হাওয়