ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে মাঠে নামবে লিলে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
বড় একটা দুঃসংবাদ নিয়েই লিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই। দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে জানুয়ারির আগে পাচ্ছে না তারা। তার জায়গায় বিকল্প চিন্তা করতেই হচ্ছে থমাচ টাচেলকে।
ম্যাচটা গুরুত্বপূর্ণ পার্সিয়ানদের জন্য। মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের দুই নম্বরে লিলে। তাই পিএসজির সামনে দারুণ সুযোগ তাদের হারিয়ে টেবিলের ওপরে উঠে আসার।
টাচেল কিছুটা চিন্তায় থাকতে পারেন ম্যাচটা লিলের মাঠে বলে। তাছাড়া গেল পাঁচ ম্যাচে সমান অবস্থা দু’দলের। মাত্র একটি করে হার দুই দলের।
বর্তমান চ্যাম্পিয়নদের চিন্তার কারণ হতে পারে পাওলো সারাবি, মাওরো ইকার্দি, জুয়ান বার্নেটদের না থাকা। তবে দলে ফিরছেন জুলিয়ান ড্রেক্সলার।
বড় দায়িত্ব পালন করতে হবে কিলিয়ান এমবাপ্পেকে। এছাড়া ডি মারিয়া, বামবা, ভেরাত্তি, কিমপেম্বেরা রয়েছেন ছন্দে। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের।
Sports News BD.
নেইমারকে ছাড়াই মাঠে নামছে পিএসজি
বড় একটা দুঃসংবাদ নিয়েই লিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই। দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে জানুয়ারির আগে পাচ্ছে না তারা। তার জায়গায়